হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জালটাকাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় তেলিয়াপাড়া পুলিশ ফাড়িতে।
আটকের বিষয়টি নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান,
উপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুল মন্নাফের পুত্র আল আমিন ও একই এলাকার মনা মিয়ার পুত্র আব্দুল হামিদ দীর্ঘদিন যাবত জাল টাকার নোট দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে। তারা প্রতারক চক্রের সদস্য। চারাভাঙ্গা গ্রাম থেকে ৫২ হাজার টাকার জাল নোটসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন