বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন সিলেট এক্সপ্রেস এবং রানার্স আপ ভিয়েনা টাইগার্স । ম্যান অব দি টুর্নামেন্টে মোঃ জামিল শিমু ।
নিউজ ডেস্কঃ গতকাল ১২ জুলাই সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অষ্ট্রিয়ার উদ্যোগে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলায় ভিয়েনা টাইগার্স কে ২৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট এক্সপ্রেস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূত এবং বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। এছাড়াও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ প্রধান রাহাত বিন জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর,বাংলাদেশ ক্রিকেট ক্লাব অষ্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, সাধারন সম্পাদক শরিফ খান আরিফ এবং টুর্নামেন্টের আহ্বায়ক জায়েদ বিন শহীদ প্রমুখ ।
রাষ্ট্রদূত আবদুল মুহিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী বছরগুলোতে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ দূতাবাস অষ্ট্রিয়ার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এরপর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও উপস্থিত নেতৃবৃন্দ এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ প্রধান রাহাত বিন জামান ।