১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল : ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ
ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামি ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামি ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।’
এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে আগামী ১৭ জুলাই থেকে পশু কেনাবেচা শুরু হবে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত কেনাবেচা চলবে।
এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৮টি এবং দক্ষিণ সিটি এলাকায় ১০টিসহ ঢাকায় মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসছে। এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।
করোনা পরিস্থতির কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতা সাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ