দেশে করোনায় ২২০ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১৩,৭৬৮

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২২০ জন মারা গেছেন। এর আগে রবিবার দেশে সর্বোচ্চ সংখ্যক ২৩০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। আজ মারা যাওয়া ২২০ জনের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ৭৮ জন।

এদিকে আজ নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত মোট ৭০ লাখ ১৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৩৪ হাজার ৯৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »