অস্ট্রিয়ায় নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় করোনার  নতুন সংক্রমণের শতকরা ৬০% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিদিনের করোনার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অস্ট্রিয়ায় পুনরায় নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির কথা বলা হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল আজ সোমবার সকাল পর্যন্ত অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯২ জন। গত কয়েকদিনের সংক্রমণের পরিসংখ্যান বলছে অস্ট্রিয়ায় পুনরায় করোনার সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন এই বৃদ্ধির সংখ্যা গত ১৩ জুনের পর এই প্রথম সর্বোচ্চ।

আজ অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,১১৬ জন। গত কয়েক মাস যাবত সক্রিয় রোগীর সংখ্যা প্রতিদিন ক্রমাগত কমে গত সপ্তাহে এসে তা আবার পুনরায় ফেরত বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহের পরিসংখ্যান বলছে সক্রিয় রোগীর সংখ্যা পুনরায় প্রায় ৪০০ শত বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রিয়ার জনপ্রিয় পত্রিকা “Österreich” এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার অন্যতম সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ভাইরোলিজষ্ট নোভটনি জানিয়েছেন, অস্ট্রিয়ার বর্তমান সংক্রমণের শতকরা ৬০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রামিত। পত্রিকাটি জানায় অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ কমতে শুরু করে গত সপ্তাহ থেকে তা আবার ঘুরে বাড়তে শুরু করেছে।

গত এক সপ্তাহের মধ্যেই সংক্রমণের বিস্তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইউরোপের অনেক দেশের সাথে অস্ট্রিয়াতেও করোনার পরবর্তী শুরু হতে যাচ্ছে। যা আগামী শরতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রকট আকার ধারণ করতে পারে।

বর্তমান সময়ে ইউরোপের মধ্যে বৃটেনে এই ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যা সমগ্র ইউরোপে পরবর্তী অর্থাৎ মহামারী করোনার চতুর্থ প্রাদুর্ভাবের প্রতি ঈন্গিত দিচ্ছে। অবশ্য সমগ্র ইউরোপেই করোনার প্রতিষেধক টিকা গ্রহণের ফলে সংক্রমণের বিস্তার কিছুটা কম হবে। গত সপ্তাহে অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে করোনার সংক্রমণের সংখ্যা ৭ থেকে বেড়ে এই সপ্তাহে  ১১ এর উপরে উঠে এসেছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের করোনার নিয়মিত প্রেস ব্রিফিং অনুযায়ী আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯২ জন এবং আজও করোনায় কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩৫ জন, Steiermark রাজ্যে ২৩ জন,NÖ  রাজ্যে ১৮ জন, Tirol রাজ্যে ১২ জন, Kärnten রাজ্যে৮ জন, Vorarlberg  ও Salzburg রাজ্যে ৬ জন করে এবং Burgenland রাজ্যে ২ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ২৮,৫২৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট টিকাদান সম্পন্ন করা হয়েছে ৮৬,০৭ ৭৫৪ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫১,৮০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৩ জন। করোনার থেকে এখন পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩৮,৯৬৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,১১৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৫ জন  এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৩ জন। বাকিরা নিজ নিজ বাড়ির চিকিৎসাধীন আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »