লালমোহনে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা সরকারের

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের শাকিল নামে এক বাসিন্দা কিছুদিন আগে বিদ্যুতায়িত মারা যায়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় হয়ে পরে তার পরিবার। তাই অসহায় ওই পরিবারকে  নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সাতবাড়িয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নিহত শাকিলের স্ত্রী সালমা বেগমের হাতে জেলা প্রশাসক থেকে বরাদ্দকৃত এ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান জানান, ভূমিহীন ও গৃহহীন হওয়ায় শ্রমিক শাকিল ও তার স্ত্রী সালমা বেগমকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেয়া হয়। তাদের সাড়ে ৩ বছরের এক শিশু সন্তানও আছে। কিন্তু শাকিল বাঁশ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসক মহোদয়কে বললে, তিনি ২০ হাজার টাকা বরাদ্দ দেন।

অন্যদিকে মহামারি করোনার সংক্রমণরোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভোলার লালমোহনে ১৩ দোকানী ও ২ পথচারীকে ১৩ হাজার ৪শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের ১১তম দিনে রবিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে লালমোহন সদর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার ও রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে অভিযান চালিয়ে ৭জন কে ৩ হাজার ৪শ টাকা জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারি বিধিনিষেধ কার্যকরে আমরা একযোগে কাজ করছি, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। অপ্রয়োজনে যারা বের হচ্ছে তাদের অনেক কে আইনের আওতায় আনা হচ্ছে এবং অনেক কে সতর্কও করা হয়েছে। মাক্সবিহীন পথচারীদের কে আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ করা হয়েছে।

সালাম সেন্টু/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »