অষ্ট্রিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন করলেন রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত

নিউজ ডেস্কঃ মুজিব শত বার্ষিকী উপলক্ষে আজ ১১ জুলাই রবিবার সকাল ০৯:৪৫মি. সময়  ভিয়েনার পার্শ্ববর্তী প্রদেশ Niederösterreich(NÖ) এর Seebarn Cricket Ground এ ক্রিকেট খেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন অষ্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মুহাম্মেদ আবদুল মুহিত ।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাস ও স্থায়ী মিশনের মিনিস্টার ও উপ-প্রধান রাহাত বিন  জামান, দুতাবাসের প্রথম সচিব মোঃ তারাজুল ইসলাম এবং দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম,নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির, অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক মীর তরুণ, ভিয়েনা থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচারের সাব এডিটর আনিসুজ্জামান, সাব এডিটর এবং এন টি ভি ইউরোপের অষ্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অষ্ট্রিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি জাফর ইকবাল বাবলু, সাধারন সম্পাদক শরিফ খান আরিফ, টুর্নামেন্টের আহ্বায়ক যায়েদ বিন শহীদ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং খেলায় অংশ গ্রহন করা খেলোয়ারবৃন্দ ।

প্রথমেই খেলা শুরু করেন সিলেট এক্সপ্রেস এবং বিক্রমপুর স্পোর্টিং ক্লাব । প্রথমেই টসে জিতে সিলেট এক্সপ্রেস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন । এই টুর্নামেন্টে মোট পাচটি দল অংশ গ্রহন করে ।

বাংলাদেশ দুতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনা সরাসরি তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হয় ।

আগামী কাল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

ভিয়েনা ডেস্ক/ ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »