চট্টগ্রামের মানুষের জন্য নাগরিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: ড. নিছার উদ্দিন আহমেদ

চট্টগ্রামের রাজনীতি, নাগরিক সেবা ও বিভিন্ন বিষয় ইউরোবাংলা টাইমসের সাথে কথা বলেছেন সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শিক্ষাবিদ ড. নিছার উদ্দিন আহমেদ। জানিয়েছেন নগর ও রাজনীতি নিয়ে তার পরিকল্পনার কথা। বিস্তারিত তুলে ধরছেন ব্যবস্থাপনা সম্পাদক রিপন শান।

ইউরোবাংলা টাইমস: শিক্ষাবিদ না রাজনীতিবিদ- কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

ডঃ নিছার উদ্দিন: ছাত্রজীবন থেকেই নেতৃত্ব দেয়ার মানসিকতা আমার মধ্যে ছিল। শৈশবেই স্কুলের ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে নেতৃত্বের মজাটা পেয়ে যাই ‌। বাবার চাকরির সুবাদে ফরিদপুর কাটিয়েছি দীর্ঘ দিন। সেখানে রাজেন্দ্রপুর কলেজে পড়ার সময় জড়িয়ে পড়ি ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে। খেলাধূলায়ও ছিল ব্যাপক আগ্রহ। একসময় প্রথম বিভাগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করি। শিক্ষাজীবন  শেষ করে সম্পৃক্ত হই কলেজ শিক্ষকতায়। এরপরই চট্টগ্রামের রাজনীতির মাঠে সক্রিয় হয়ে যাই পুরোদমে। এখন রাজনীতিকেই বেশি অগ্রাধিকার দিতে চাই। কারণ এদেশের রাজনীতিতে ভালো ও শিক্ষিত মানুষের দরকার।

ইউরোবাংলা টাইমস: বানিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের বর্তমান অবস্থানের মূল্যায়ণ কেমন? এটি কী পুরোপুরি বানিজ্যিক নগরীর মর্যাদা পেয়েছে?

ডঃ নিছার উদ্দিন: কিছুটা হয়েছে। তবে পুরোপুরি বাণিজ্যিক রাজধানী হতে সময় লাগবে । একটি পূর্ণাঙ্গ বানিজ্যিক রাজধানী হওয়ার যে সমস্ত শর্ত পূরণ হতে হয় সেখানে অনেকটাই ঘাটতি আছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি। নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিধি আরো বহুগুণ বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি ।

ইউরোবাংলা টাইমস: নাগরিক সেবার কথা বলছেন, সেকানে বর্তমান সময়ে কিশোর গ্যাঙ চট্টগ্রামের একটি বড় সমস্যা। সেটি নিরসনে পরিকল্পনা কী?

ডঃ নিছার উদ্দিন: এই সমস্যাটি শুধু চট্টগ্রামের নয়, সারাদেশের। করোনার কারণে স্কুল- কলেজ বন্ধ থাকায় এটি বাড়ছে বলে আমি মনে করি‌। যেমনি বাড়ছে মাদকের আগ্রাসন, তেমনি বাড়ছে কিশোর গ্যাঙ সমস্যা। আমাদের অভিভাবকরাও এক্ষেত্রে তেমন সচেতন নয়। ডোর টু ডোর ক্যাম্পেইন করে এসমস্যাকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে ।

ইউরোবাংলা টাইমস: রাজনীতির দিকে একটু যেতে চাই। দেশের চলমান রাজনীতিতে কতটা গণতন্ত্র আছে বলে আপনি মনে করেন?

ডঃ নিছার উদ্দিন: এটি বড় কঠিন প্রশ্ন! থাকবে না কেন? আমি তো মনে করি আগের চেয়ে ভালোই আছে। কোনো হরতাল নাই, অবরোধ নাই, হানাহানি নাই। গণতন্ত্রের মানসকন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ইউরোবাংলা টাইমস: আপনার কি মনে হয় ‘হাইব্রিডিজম’ আওয়ামী রাজনীতিকে আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত করছে ?

ডঃ নিছার উদ্দিন: হাইব্রিড কিন্তু কোনো খারাপ অর্থ মিন করে না। এর মানে শঙ্করজাত বা উচ্চ ফলনশীল। তবে, সব হাইব্রিড ভালো নয়। তাই দল ও দেশকে বাঁচাতে হলে এই খারাপ হাইব্রিড ভাইরাসদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। অনুপ্রবেশ বন্ধ করে দিতে হবে।

ইউরোবাংলা টাইমস: একবার জামায়াতের তান্ডব, আরেকবার হেফাজতের বিশৃঙ্খলা- দেশের ভেতরে এসব কর্মকান্ড আদৌও কী বন্ধ হবে ?

ডঃ নিছার উদ্দিন: সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা এবং ইতোমধ্যেই ৬০ টি নির্মানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন-দেশ জাতি ও ধর্ম তাঁর কাছেই নিরাপদ। আমাদের দেশে বিরাজমান সকল ধর্মীয় ফেরকা, ফতোয়াবাজি, দলাদলির অবসান করতে হবে। শিয়া-সুন্নী টানাটানি, ওয়াহাবী-আহমেদিয়া কানাকানি বন্ধ করে আমি মনে করি সুন্নীদের ইসলামিক মডেল মসজিদ কাম রিসার্চ সেন্টার পরিচালনার দায়িত্ব দিলে সকল মানুষ ও ধর্ম লাভবান হবে ।

ইউরোবাংলা টাইমস: দেশে-বিদেশে ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে দেশীয় গণমাধ্যমের কলেবর। কীভাবে দেখছেন?

ডঃ নিছার উদ্দিন: আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, গণমাধ্যমের যুগ। গণমাধ্যমের কল্যাণে দেশ ও দশের আশা-আকাঙ্ক্ষা সীমানা ছাড়িয়ে বিশ্বমানসে পৌঁছে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বছর তিনেক মোহনা টেলিভিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি । রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ার কারণে এবং মিডিয়ার বড় চেয়ারে থাকা অবস্থায় অধীনস্থদের কিছু অম্লমধুর অভিজ্ঞতায় সেখান থেকে সরে পড়ি। গণমাধ্যমের বিস্তৃতির কল্যাণে বাংলা ভাষা ও সংস্কৃতি বাঙালি জীবনের রূপ বৈচিত্র্য বিশ্বজনীন হচ্ছে। ব্যাপারটা অবশ্যই গর্বের।

ইউরোবাংলা টাইমস: সমকালীন বিশ্বে তথ্য-প্রযুক্তির কল্যাণে পৃথিবীর নানা প্রান্ত থেকে বের হচ্ছে একাধিক বাংলা অনলাইন সংবাদমাধ্যম। কীভাবে মূল্যায়ন করবেন ?

ডঃ নিছার উদ্দিন: দেখুন যে কোনো জিনিসের মেরিটস এবং ডিমেরিটস বলে একটা কথা আছে। আমাদের লক্ষ্য রাখতে হবে মেধা-মনন-বিজ্ঞান ও প্রযুক্তি- কোনটির যেন অপব্যবহার না হয়। এক্ষেত্রে আমাদের দেশপ্রেম বাড়াতে হবে ক্ষেত্র বিশেষে মানসিকতা পরিবর্তন জরুরি। সমকালীন ইউরোপে বাংলা অনলাইন সংবাদমাধ্যমের যে বিপ্লব চলছে- আমি এটাকে সাধুবাদ জানাই ।

ইউরোবাংলা টাইমস: সবশেষে ইউরোবাংলা টাইমস কে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ডঃ নিছার উদ্দিন: ধন্যবাদ আপনাকে এবং ইউরোবাংলা টাইমস পরিবারকে। সকল পাঠককে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

রিপন শান/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »