যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি চাপায় বাংলাদেশী যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে আনুমানিক ২৬ বছর বয়স্ক মোঃ বরকত উল্লাহ মুন্না নিউইয়র্কে সাইকেল দিয়ে ফুড ডেলিভেরির কাজ করতেন।

গতকাল বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে খাবার ডেলিবারীর কাজে কর্মরত অবস্থায় কে বা কারা তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত স্থানটি নির্জন ও নিরিবিলি এলাকা হওয়ায় ঘাতককে এখনো শনাক্ত করা সম্ভব হয় নি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট হাউজটন এন্ড ক্লিনটন স্ট্রিটের একটি নির্জন স্থানে তার নিথর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে কেহ একজন পুলিশ ও এম্বুলেন্সে ফোন করলে পুলিশ রাস্তার উপর তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ তাকে এম্বুলেন্স করে হাসপাতালে জরুরী বিভাগে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মোঃ বরকত উল্লাহ মুন্নার দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার  ৯ নং দেওটি ইউনিয়নের নবগ্রামে। তিনি প্রায় চার বছর পূর্বে জীবন ও জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে আসেন। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে বিশেষ করে ব্যাচেলরদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এখানে উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনার জন্য যুক্তরাষ্ট্র সহ সমগ্র পশ্চিমাদেশে লকডাউন ও বিধিনিষেধের কারনে রেস্টুরেন্ট বন্ধ থাকায় লোকজন অনলাইন রেস্টুরেন্টের উপর অধিক মাত্রায় ঝুঁকে পড়ে। ফলে প্রবাসী বাংলাদেশী যুবকরা এই কাজে অধিকহারে নিয়োজিত হয়েছেন। এখন রেস্টুরেন্ট খুলে দিলেও লোকজন এখনও ঘরে বসে অনলাইন অর্ডাররের মাধ্যমে খাবার আনছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »