স্পোর্টস ডেস্ক: স্পিন যাদু দিয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে ১ম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবারএকমাত্র টেস্টের প্রথম ইনিংসে টাইগার দলের হয়ে ৫ উইকেট নিয়েছেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান নিয়েছেন চার উইকেট।
তাই বলা যায়, তৃতীয় দিন শেষে একমাত্র টেস্টের নিয়ন্ত্রন এখন বাংলাদেশের হাতে। দিন শেষে ব্যাট করতে নেমে কোনো ইউকেট না হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম ২২ ও সাইফ হাসান ২০ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৫০ রানে ভর করে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই খেলছিল জিম্বাবুয়ে। তবে মধ্যাহ্ন সেশনে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। মাত্র চার রানে তিন উইকেট তুলে নেয় টাইগাররা। সাকিব আল হাসানের বলে সাজঘরে ফিরে আসেন সুইপ করতে যাওয়া মায়ার্স (২৭)। এরপর লেগ বিপোরের ফাঁদে ফেলে তিনি শুন্য রানে ফিরিয়ে দেন টিমিসেন মেরামকে।
তবে ভাগ্য খুব একটা সহায় ছিলনা জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে দুর্দান্ত ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করা তাসকিন। যদিও কসরতের ফল তিনি পেয়েছেন রয় কাইয়ার উইকেটটি দখল করে। এরপর স্পিন ভেল্কি শুরু করেন মিরাজ। তিনি এরপর শিকারে পরিণত করেছিলেন কেইতানোকে। অভিষেক ম্যাচে মাঠে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক ৮৭ রান সংগ্রহ করেছেন ওপেনার কাদুজওয়ানাসে কেইতানো।
মিরাজ শেষ পর্যন্ত ৮২ রানের খরচায় ৫ উইকেট পেয়েছেন। আর অল রাউন্ডার সাকিব সমান রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
ডেস্ক/ইবিটাইমস/আরএন