করোনায় বাংলাদেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ১০ লাখ

ঢাকা: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার করোনায় ২০১ জন মারা গিয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার চার জন মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় দেশে ১১ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত দশ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত  দশ লাখ ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ জনের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৪০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯০ জন।

গত একদিনে সর্বোচ্চ ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৩১৩ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৫৯ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৫৬ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৪৬ জন, রংপুর বিভাগে ৮৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২৮ জন, বরিশাল বিভাগে ৫৪৭ জন ও সিলেট বিভাগে ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »