ইউরো ও কোপা আমেরিকার ফুটবল ফাইনালে মাঠে থাকছেন ফিফা সভাপতি

আগামী রবিবার ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল আর ইউরো কাপে ইংল্যান্ড বনাম ইতালি

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা গ্লোব নিউজ জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এন্ড এসোসিয়েশন ফিফার (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (ইতালির নাগরিক)বর্তমানে ব্রাজিল সফরে রয়েছেন। সংবাদ সংস্থাটি জানায়,আমেরিকা ও ইউরোপ মহাদেশের এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলাতেই মাঠে উপস্থিত থাকবেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বর্তমানে একই সময়ে চলছে ইউরোপ ও আমেরিকা মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। কাকতালীয়ভাবে দুই মহাদেশের ফুটবলের ফাইনাল খেলাও হবে একই দিনে। রোববার ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬ টায়(অস্ট্রিয়ায় রাত ২ টা) ব্রাজিলে রিও ডি জেনরিও এর মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল খেলবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল।

অন্যদিকে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় (অস্ট্রিয়ার সময় রাত ৯ টায়) বৃটেনের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনালে প্রতিদ্বন্ধীতা করবে স্বাগতিক ইংল্যান্ড বনাম ইতালি।

সংবাদ সংস্থা গ্লোব নিউজ আরও জানান, বর্তমানে আমেরিকা মহাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের(Concacaf) ৩৫ তম কংগ্রেসে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামিতে রয়েছেন। সেখান থেকেই তিনি কনকাকাফের কর্মকর্তাদের সাথে ফাইনাল খেলার কয়েক ঘন্টা পূর্বে ব্রাজিলের রিও ডি জেনরিওতে আসবেন।

কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল খেলার পর পরই ফিফা বস ইউরো কাপের ফাইনাল খেলা দেখতে লন্ডনের উদ্দেশ্যে ব্রাজিল ত্যাগ করবেন।

এদিকে সংবাদ সংস্থাটি আরও জানান, কোপা আমেরিকার ফাইনাল খেলায় স্টেডিয়ামে দর্শকদের সীমিত আকারে প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মচারীদের দুইজন করে অতিথিকে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এর বাহিরে মারাকানা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার ১০ শতাংশ (৭,৮০০ জন) দর্শককে স্টেডিয়ামে বসে খেলা দেখতে প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে সেগুলো টিকিট বিক্রির মাধ্যমে নয় বরং স্পনসর প্রতিষ্ঠান সমূহকে শুভেচ্ছা স্বরূপ তাদের আত্মীয় বা ঘনিষ্ঠজনদের জন্য দেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »