আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হবে ৩১ আগস্ট : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে মার্কিন মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে। এ মিশন শুরুর প্রায় ২০ বছর পর ওই দিন তা শেষ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার বাইডেন এক ভাষণে বলেন, আফগানিস্তানে আল-কায়েদার অধ:পতন এবং যুক্তরাষ্ট্রের ওপর আরো হামলা প্রতিরোধে মার্কিন সামরিক বাহিনী তাদের লক্ষ্য ‘অর্জন’করেছে। তিনি আরো বলেন, আমরা আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।

বাইডেন বলেন, আফগান জনগণের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত  গ্রহণের ক্ষেত্রে তাদের একান্ত অধিকার ও দায়িত্ব রয়েছে। বাইডেন আফগান সরকার ও নিরাপত্তা বাহিনী এবং মার্কিন বাহিনীর সাথে কাজ করা হাজার হাজার আফগান দোভাষীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনারা চাইলে যুক্তরাষ্ট্রে আপনাদের থাকার সুব্যবস্থা করা হবে।’

বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি আফগান সামরিক বাহিনীর তালেবানদের মোকাবেলা করার যথেষ্ট সক্ষমতা রয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »