আন্তর্জাতিক ডেস্ক: নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি।
সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর ১টায় প্রেসিডেন্টের বাসভবন পোর্ট-অউ-প্রিন্সে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা হামলা চালায়। এই হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, মইসির মৃত্যুর পরপরই অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ।
ক্লাউড জোসেফ বলেন, ‘রাষ্ট্রে ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি তার পূর্বসূরি প্রেসিডেন্ট মিশেল মার্টেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ