স্পোর্টস ডেস্ক: চরম বিপর্যস্ত অবস্থায় মাঠে নেমেছিলেন লিটন আর মাহমুদুল্লাহ। দুশোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। এমন পরিস্থিতি সামলে লিটন দাস সেঞ্চুরির খুব কাছে গিয়েও পুড়েছেন আক্ষেপে। সপ্তম উইকেটে দুজনের শতরানের জুটিতে বিপর্যয় সামাল দিলেও শেষ দিকে আবার দুই উইকেট হারিয়ে হোচট বাংলাদেশের।
বুধবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দুই সেশনে অগোছালো বাংলাদেশের ইনিংস। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পরও দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৯৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান এসেছে লিটনের ব্যাটে। ৫৪ রান করে এখনো ক্রিজে আছেন মাহমুদউল্লাহ।
প্রথম দুই সেশনে তিনটি করে উইকেট হারিয়েছিল মুমিনুল হকের দল। অধিনায়ক মুমিনুল ছাড়া প্রথম ৬ ব্যাটসম্যানের কেউই রান পাননি। ব্লেসিং মুজারাবানির তোপে প্রথম দুই উইকেট পড়ে মাত্র ৮ রানে। ৬০ রানের একটি জুটির পর আউট হন সাদমান ইসলাম। দুবার জীবন পেয়ে মুমিনুল দ্বিতীয় সেশনে গিয়ে ফেরেন ৭০ রান করে। কিন্তু তার আগেই মুশফিকুর রহিম, আর সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এর আগে সকালের সেশনে প্রথম ওভারেই সাইফ হাসান মুজারাবানির ভেতরে ঢোকা বলে হন বোল্ড। নাজমুল হোসেন শান্ত বেরিয়ে যাওয়া বল ফেস ওপেন করে ক্যাচ দেন গালিতে। রিচার্ড এনগারাভার বলে একইভাবে স্লিপে ক্যাচ দিয়ে থামে সাদমানের অনেক সময় নিয়ে খেলা ২৩ রানের ইনিংস।
তবে, লিটন শুরু থেকেই ছিলেন সাবলীল। দৃষ্টিনন্দন সব শটে রান বাড়িয়েছেন তিনি। অন্যদিকে, সময়। থিতু হয়ে বাড়তি সতর্কভাবে ব্যাট চালিয়েছেন মাহমুদুল্লাহ।
ক্যারিয়ারে আরও একবার সেঞ্চুরির খুব কাছে গিয়ে গড়বড় হয়ে যায় লিটনের। ডোনাল্ড টিরিপানোর সাধারণ এক বল পুল করে উড়াতে গিয়ে পুরো ব্যাটে নিতে পারেননি। ক্যাচ যায় ফাইন লেগে। ১৪৭ বলে ১৩ চারে লিটন ৯৫ করে আউট হলে ভাঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি।
ঠিক পরের বলেই মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউর শিকার হন টিরিপানোর। দ্রুত দুই উইকেট পড়ার পর টেল এন্ডারদের নিয়েই লড়াই করছেন মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৩ ওভারে ২৯৪/৮ (সাইফ ০, সাদমান ২৩, শান্ত ২, মুমিনুল ৭০, মুশফিক ১১, সাকিব ৩, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ৫৪* , মিরাজ ০, তাসকিন ১৩*, মুজারাবানি ৩/৪৮, এনগারাভা ১/৩৬, টিরিপানো ২/৩৬, নিয়াউচি ২/৬৯, মেয়ার্স ০/৫৩, শুম্ভা ০/২৭)।
ডেস্ক/ইবিটাইমস/আরএন