ঢাকা: বাংলাদেশে চলমান কঠোর নিষেধাজ্ঞার ৭ম দিন ছিল বুধবার। এদিন সকাল থেকেই রাজধানীতে যানবাহ ও মানুষের চলাচল ছিল বেশি। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত, পণ্য পরিবহনের গাড়ি ও রিকশার সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার গলিতে বেশিরভাগ দোকান-পাট ছিল খোলা।
এদিকে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাসার বাইরে চলাফেরা করার অভিযোগে বুধবার (৭ জুলাই) রাজধানীতে ১১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন চেকপোস্টে এসব নাগরিককে গ্রেফতার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা এসব তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরে ১১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে ২৪৫ জনকে একলাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ