বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৮৩ হাজার, আক্রান্ত প্রায় ১৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৪১ লাখ।

মঙ্গলবার সকাল পর্যন্ত জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৩৯ লাখ ৮৩ হাজার ৫০৮ জন।

রিসোর্স সেন্টরারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ২২ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ছয় লাখ পাঁচ হাজার ৫৬৭ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৮৫ হাজার ২২৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ দুই হাজার ৭২৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজার ১১২ জন।

এছাড়া এখন পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া দেওয়া হয়েছে ৩২২ কোটি নয় লাখ ২৮ হাজার ৬১৩ ডোজ।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন নয় লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »