গত বৎসর অর্থাৎ ২০২০ সালের গ্রীষ্মে মহামারী করোনার জন্য অস্ট্রিয়ায় গ্রীষ্মকালীন সমস্ত অনুষ্ঠান বন্ধ ছিল
ইউরোপ ডেস্কঃ ১ জুলাই ২০২১ থেকে অস্ট্রিয়ান সরকার করোনার প্রায় সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক গোষ্ঠী বা সমিতি তাদের ঐতিহ্যবাহী জুলাই-আগস্ট মাসের অস্ট্রিয়ার বিভিন্ন লেকে পিকনিক, দানিউব (Donau) নদীর পাড়ে বারবিকিউ(গ্রীল পার্টি), ভিয়েনার ওভারলা পার্ক সহ বিভিন্ন পার্কে ছোট করে পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠান শুরু করেছে।
বিধিনিষেধ প্রত্যাহারের শুরুতেই রবিবার ৪ জুলাই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কয়েকটি আঞ্চলিক সংগঠন দীর্ঘ প্রায় দুই বছর পর আনুষ্ঠানিক ভাবে লোকজন নিয়ে বাহিরে বড় ধরনের অনুষ্ঠান করেছে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ৮০ সিটের অস্ট্রিয়ার পর্যটন সংস্থা Blaguss এর একটি দোতলা বাস ভাড়া করে অস্ট্রিয়ার জার্মানি ও চেক প্রজাতন্ত্রের সীমান্তবর্তী রাজ্য Oberösterreich এর অপরূপ নৈসর্গিক হ্রদ Attersee তে পিকনিক করেছে। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি মামুন হাসান অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত ইউরো বাংলা টাইমস ও ইউরো সমাচারের ইউরোপ সংবাদদাতার সাথে এক সাক্ষাৎকারে বলেন, প্রথমেই মহান আল্লাহতায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারনে যে, তিনি আমাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার সৌভাগ্য দান করেছেন।
তিনি আরও জানান,দীর্ঘ দুই বছর পর ভিয়েনার বাহিরে প্রায় আড়াই শত কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই লেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার লাক্সারী বাস ভ্রমণ করে এসে সবাই দারুণ খুশী হয়েছে।
কুমিল্লা সমিতির পিকনিক ছাড়াও রবিবার ৪ জুলাই ভিয়েনার দানিউব (Donau) নদীর পাড়ে বারবিকিউ (গ্রীল) পার্টির আয়োজন করেছিল মুন্সিগঞ্জ-বিক্রমপুর অস্ট্রিয়া সমিতি এবং নারায়ণগঞ্জ অস্ট্রিয়া সমিতি। উভয় অনুষ্ঠানেই তাদের সদস্য ছাড়াও অতিথি হিসাবে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবির আহমেদ /ইবিটাইমস