পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি ও বর্ষিয়ান নেতা শাহজাহান খান তালুকদার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
সোমবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় বরিশাল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা নাতি, নাতনী সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
সোমবার (০৫ জুলাই) আসর নামাজবাদ শহরের পূরাতন ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকালে তার নিজ বাড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের খামকাঠা তালুকদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি শ.ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মালেক এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তরুজ্জামান ফুলু, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. জসিম খান প্রমুখ এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বর্ষিয়ান নেতা শাহজাহান খান তালুকদার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি দির্ঘদিন ধরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য (সিনিয়র) সহ- সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস