পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর এবং স্বর্দি-কাশি নিয়ে শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি তার বাসায় চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত পহেলা জুলাই ডাক্তার আব্দুল মতিনের পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যান্টিজেন টেস্টে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই তিনি তার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর পটুয়াখালী জেলায় সর্বপ্রথম ডাক্তার আব্দুল মতিন ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর নির্ধারিত সময়ে তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ভালো আছেন, গতকাল শনিবার তার অক্সিজেন লেভেল কিছুটা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আজ তিনি বাসায় অবস্থান করছেন।
সালাম আরিফ/ইবিটাইমস/আরএন