ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা কহিনুর বেগমসহ (৫৬) তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের গুরুধাম এলাকার বাসা থেকে গুরুতর অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে চিসিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে জ্যেষ্ঠ সেবীকা কহিনুর বেগম বিভিন্ন সময় সেবা দিয়েছেন রোগীদের। এখান থেকেই তিনি সংক্রমিত হতে পারেন বলে তার পরিবার ধারণা করছে।
এছাড়াও জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজাপুর উপজেলার সুক্তাগর ইউনিয়নে জগইরহাট এলাকার শাহ আলম হাওলাদার (৬৫) ও চারাখালী গ্রামের মাদ্রাস শিক্ষক সাইদুর রহমান (৫৯)। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন ও আক্রান্ত ১৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় সনাক্ত হার শতকরা ৫২ ভাগ আক্রান্ত।
ঝালকাঠি জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৯৩২ জনের নমুন পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৫৯ পজেটিভ ও ৪৮৩৮ নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৩ ৮০জন সুস্থ্য হয়েছে। বর্তমানে ৩৯২জন হোম ও ২৪জন হাসপাতাল আইসোলিশনে রেয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী।
অন্যদিকে ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন।রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। লকডাউন অমান্য করায় ৯২ জনকে ৪৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনছার ব্যাটালিয়ান বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
বাধন রায়/ ইবিটাইমস