ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: সরকার ঘোষিত সারাদেশের মতো চলমান লকডাউন বাস্তবায়নে পিরোজপুর পরিদর্শন করলেন শেখ হাসিনা সেনা নিবাসের সাত পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর
রহমান।
শনিবার (০৩ জুলাই)দুপুরে তিনি পিরোজপুর পরিদর্শন করেন। জানা গেছে, লকডাউন বাস্তবায়নে ওই দিন তিনি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার
সহ জেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
সারাদেশে লকডাউন বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের সাথে কাজ করছেন সেনাবাহিনী।আর পিরোজপুরে সে কার্যক্রম পরিদর্শনে আসেন শেখ হাসিনা সেনা নিবাসের সাত পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান।
এ সময় সাথে ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা হাসপাতালের সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী, সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর পদস্থ কর্তকর্তারা।
এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানকে করোনা পরিস্থিতি ও লকডাউন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস