ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্কুল বন্ধ, এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেব।‘ অভিভাবকদের ধৈর্য্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী। বলেন, এর আগে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম, তখনই করোনার সংক্রমণ বেড়ে গেল।
শনিবার (৩ জুলাই) একাদশ সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এখন তো শিশুদেরও করোনা সংক্রমণ হচ্ছে। লেখাপড়া শিখবে, কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দেব কি না তা একটু বিবেচনা করবেন। বলার জন্য বলতে পারেন, কিন্তু এটাও একটু চিন্তা করবেন ছেলেমেয়েদের মৃত্যুর মুখে দেবেন কি না?’
অন্যান্য দেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিদেশে আমরা দেখেছি, সবই অনলাইন। একটু খুলল, আবার মহামারি ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সব বন্ধ। আবার ঘরে বসে কাটাচ্ছে। হ্যাঁ, তারা অপশনও দিচ্ছে। যারা ঘরে বসে পড়বে, তারা পড়ছে। যারা যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আবার যখন করোনা বেশি ছড়াচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করছে।’
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকার সম্ভাব্য সব কিছু করলেও স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা/ইবিটাইমস/আরএন