আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
যদিও মার্কিন ও ন্যাটো সৈন্যরা কখন ঘাঁটি ছেড়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। কখন ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে সরকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে তাও জানাননি তিনি।
বাগরাম ঘাটি ত্যাগের ফলে মার্কিন এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে ২০ বছরেরও বেশি সময় উপস্থিতির অবসান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ১১ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অবশিষ্ট সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার কথা রয়েছে।
কয়েক দশক ধরে এই বাগরাম বিমান ঘাঁটিটি দুর্গম আফগানিস্তানে মার্কিন কৌশলগত অভিযানের জন্য অপরিহার্য কেন্দ্র হিসেবে কাজ করেছে, তালেবান এবং তাদের আল কায়েদা মিত্রদেরবিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে বিমান হামলা এবং যুদ্ধক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করা হতো।
ডেস্ক/ইবিটাইমস/এমএন