রাশিয়ায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু পুনরায় বৃদ্ধি

আজ নতুন করে সংক্রমিত শনাক্ত ২৩,৫৪৩ জন এবং মৃত্যু ৬৭২ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ আজ রাশিয়ান সংবাদ সংস্থা তাস(TASS) জানিয়েছেন, জানুয়ারী মাসের মাঝামাঝির পর এই প্রথম রাশিয়ায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়েছে। গত ১৭ জানুয়ারীর পর এই বৃদ্ধি সর্বোচ্চ এবং রাশিয়ায় করোনার নতুন প্রাদুর্ভাবের আগমনের পূর্বাভাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ বৃহস্পতিবার ১ জুলাই রাশিয়ার রাজধানী মস্কোতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি রাস্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছেন। তাস জানায়, আজ রাশিয়ান কর্তৃপক্ষ দেশে করোনার নতুন দৈনিক সংক্রমণ বৃদ্ধির কথা জানিয়ে নতুন সংক্রমণ করে ২৩,৫৪৩ জনের কথা নিশ্চিত করেছেন। ফলে রাশিয়ায় আপেক্ষিক বিবেচনায় করোনভাইরাসে নতুন করে এই সংক্রমণের সংখ্যা শতকরা ০.৪৩% বেড়েছে।

সংবাদ সংস্থা তাস আরও জানান, এই নতুন সংক্রমণের সিংহভাগই রাজধানী মস্কোতে। শুধুমাত্র মস্কোতে আজ একদিনে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭,৫৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৮ জন।

মস্কোর বর্তমান এই নতুন সংক্রমণের বৃদ্ধির হার শতকরা ০,৫৬%। এই নতুন করে করোনার সংক্রমণের জন্য নতুন ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী বলে জানিয়েছেন রাশিয়ান সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা। করোনা মহামারী শুরুর পর থেকে রাজধানী মস্কোতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৫,৮১২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২২,৫৫৬ জন। মস্কোতে এই পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ১১,৬৪,৬৫৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৭৮,৬০৩ জন।

তাছাড়াও আজ মস্কোর অধীনস্থ শহরের বাহিরের অঞ্চলে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৬৬৩ জন, সেন্ট পিটার্সবার্গে ১,৬১২ জন, করে নিঝনি নোভগোড়ড অঞ্চলে ৩৪৮ জন, ব্রায়ানস্ক অঞ্চলে ৩২০ জন এবং বুরিয়াতিয়া প্রদেশের ৩১২ জন

নতুন করে এই ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমিত শনাক্ত হয়েছেন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য মতে দেশের হাসপাতালের করোনার ভর্তি রোগীদের সংখ্যা শতকরা হিসাবে ১৫%।

রাশিয়ান সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা তাস আরও জানিয়েছেন, রাশিয়ান স্পুটনিক ভি ভ্যাকসিন এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতকরা ৯০% কার্যকর। তবে সমস্যা হল রাশিয়ায় ব্যাপকহারে ভ্যাকসিন প্রদান শুরু করা হলেও এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শুরু হওয়ায় তার সুফল পেতে আরও সময় লাগবে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের বৈশ্বিক ডাটার পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫,৩৮,১৪২ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৩৫,৮৮৬ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন মোট ৫০,১৭,৩২১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৮৪,৯৩৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২,৩০০ জন।

কবির আহমেদ/ ইবিটাইমস

 

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »