ভিয়েনা রাজ্যের মেয়রের সমালোচনায় অস্ট্রিয়ার পর্যটন মন্ত্রী

সরকার যখন সমগ্র অস্ট্রিয়ায় বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে তখন ভিয়েনার রাজ্যের এই নতুন বিধিনিষেধ “সম্পূর্ণ অযৌক্তিক”- পর্যটন মন্ত্রী

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার পর্যটন মন্ত্রী এলিসাবেথ কস্টিংগার(ÖVP) রাজধানী রাজ্য ভিয়েনায় করোনার বিধিনিষেধ আরও শক্ত করায় ব্যাপক করে বলেন, এই বিধিনিষেধ এই মুহুর্তে সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে অবাস্তব।

উল্লেখ্য যে,গতকাল বুধবার ভিয়েনা রাজ্যের গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ঘোষণা করেন ভিয়েনায় এখন থেকে ৩-জি রুল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে,৬ বছরের ওপরের শিশুদেরও রেস্টুরেন্ট বা সুইমিংপুলে করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। সমগ্র অস্ট্রিয়া জুড়ে যখন সবকিছু স্বাভাবিকতায় ফিরে আসছে তখন নতুন করে ভিয়েনার মেয়রের এই বিধিনিষেধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটন মন্ত্রী।

গতকাল ভিয়েনার মেয়র বাড়িতে করোনার পরীক্ষাও আর স্বীকৃত পাবে না বলে জানিয়েছেন।”সু-পরিকল্পিত দেশব্যাপী বিধিনিষেধ প্রত্যাহারের মধ্যেই ভিয়েনার এই নতুন বিধিনিষেধ সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন পর্যটন মন্ত্রী। এলিজাবেথ কস্টিংগার অনেকটাই  বিরক্ত হয়ে বলেন,” সরকারের দেশব্যাপী একটি চমৎকার করোনা পরবর্তী প্রত্যাবর্তনের মধ্যে ভিয়েনার এই সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টো। তিনি জানান, অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইনও (Grüne) ভিয়েনায় করোনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বিধিনিষেধ প্রত্যাহারে মত দিয়েছেন।

এপিএ আরও জানায়,আজ ১ লা জুলাই থেকে দেশব্যাপী অনেক কিছু সহজ করা হয়েছে বা করোনার জন্য আরোপিত প্রায় সমস্ত বিধিনিষেধই প্রত্যাহার করা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৩ জন, Steiermark রাজ্যে ৬ জন, OÖ রাজ্যে ৫ জন, Burgenland রাজ্যে ২ জন, Tirol রাজ্যে ১ জন, Vorarlberg রাজ্যে ১ জন, Salzburg রাজ্যে – ২ জন এবং Kärnten রাজ্যে -১১ জন (ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১,০৭,৭৫৯ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট টিকা দেয়া হয়েছে ৭৭,৪৭,০২৮ ডোজ। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আজ জানিয়েছেন অস্ট্রিয়ায় এই পর্যন্ত ৩০ লাখ ৯৮ হাজার ৬৮৪ জন করোনার প্রতিষেধক টিকা গ্রহণ সম্পন্ন করেছেন। যা দেশের মোট জনসংখ্যার ৩৪,৭%।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৪৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭০৬ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৭,৯০৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৮৫৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »