বিশ্বে মৃত্যু ৩৯ লাখ ৪৫ হাজার, আক্রান্ত ১৮ কোটি ২১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২১ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২১ লাখ ৩৬ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ৩৯ লাখ ৪৫ হাজার ৫৫১ জন।

এতে আরও জানানো হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ৯০৯ জন এবং মারা গেছেন ছয় লাখ চার হাজার ৭১৪ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ৬২ হাজার ৮৪৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৫ লাখ ৫৭ হাজার ১৪১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৮ হাজার ৬৬ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৩০৪ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার ৬৬ জন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন এবং মোট শনাক্ত হয়েছেন নয় লাখ ১৩ হাজার ২৫৮ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »