কঠোর অবস্থানে প্রশাসন, ঝালকাঠিতে সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি কঠোর লকডাউনের প্রথম দিনে গণপরিবহ ও শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে আনুমানিক ১২% ঘর ছেড়ে বেরিয়েছে এবং এদের মধ্যে ৫% জরুরী প্রয়োজনে ও অন্যরা নানা অজুহাতে শহরে ঘোরাফেরা করছে।

পথচারিরা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মাস্ক পরা থাকে এবং তাদের পার হয়ে আবার মাস্ক নাক-মুখ থেকে সরিয়ে থুতনিতে রেখে চলাচল করে।

বৃহস্পতিবার শহরে রিক্সা ব্যতিত সকল যানচলাচল বন্ধ রয়েছে। । এতে করোনা সংক্রমণ কমে যাওয়ার আশা করছেন চিকিৎসকরা। লকডাউনে প্রশাসন, সেনা, র‍্যাব, জেলা পুলিশের সাথে জনসাধারণকে সচেতন করতে স্কাউট ও গালস গাইড সদ্যরা ছিলেন।

একই সাথে ভ্রাম্যমান আদালত বিধি বর্হিভুত দোকান খোলার দায়ে জরিমানা করেছে। অনেকে অভিযানের টের পেয়ে দোকান সামনে থেকে বন্ধ করে ভিতরে কাজ করেছেন। দুপুরেরপরে বৃষ্টিপাত শুরু হওয়া লকডাউনের কাজ সহজ করে দিয়েছে।

বাধন রায় /ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »