শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য জমি দিলেন চেয়ারম্যান সনজু চৌধুরী
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য ২.৮ একর জমি দান করে দিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার মিল্টন পালের কাছে জমির দলিল হস্তান্তর করেন। স্টেডিয়ামের জন্য আশ্রাবপুর মৌজার ১৫ দাগে ১৪৮ শতক ও ২৯ দাগে ৮০ শতক মোট ২২৮ শতক জমির দলিল বুঝেনেন সহকারী কমিশনার…