ভারতে গেলেন অভিনেত্রী মিথিলা

বিনোদন ডেস্ক: দেশে কোভিড পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ফিরবেন না-এমন শর্তে ভারতে যাওয়ার অনুমতি পেয়েই দেশ ছেড়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

বুধবার (৩০ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে যান মিথিলা।  এসময় তার সঙ্গে ছিল মেয়ে আইরা তাহরিম খান।

সপ্তাহখানেক আগে কলকাতার এক সংবাদমাধ্যমকে বেশ আক্ষেপের স্বরে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছিলেন, ‘হিসেব মতে বিয়ের পরে আমি আর সৃজিত ৭ থেকে ৮ মাস একসঙ্গে থেকেছি।’ করোনা মহামারির কারণে সীমান্ত অতিক্রম করতে না পারা এবং কাজের ব্যস্ততায় তাঁদের নৈকট্যে এমন দূরত্ব।

সবশেষ গেল ১৪ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি কলকাতা থেকে রাফিয়াথ রশিদ মিথিলা বাংলাদেশে ফিরেছিলেন। তার পর অফিসসহ শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই সময়ে ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’ থেকে শুরু করে সিনেমার নায়িকাও হয়েছেন এ অভিনেত্রী।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »