স্পোর্টস ডেস্ক: জার্মানির বিপক্ষে হারের বৃত্থ তেকে বেরিয়ে ইউরো কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। ইতিহাস বলছে, বিশ্বকাপ কিংবা ইউরো- বড় আসরে যতবারই জার্মানির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। কিন্তু এবার ইউরোতে ইতিহাস লেখা হলো নতুন করে। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলো ইংল্যান্ড। একই সঙ্গে ইউরোর মঞ্চে এই প্রথম দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল দুটি করেন রাহিম স্টার্লিং এবং হ্যারি কেইন। ম্যাচের ৭৫তম মিনিটে রাহিম স্টার্লিং এবং ৮৬ মিনিটে হ্যারি কেইন গোল করে জয় এনে দেন ইংলিশদের।
প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। কিন্তু প্রথমার্ধের পরিস্থিতিকে দ্বিতীয়ার্ধে স্থায়ী হতে দিল না ইংলিশরা। সম্মিলিত আক্রমণের ধার বাড়িয়ে দিয়ে ৭৫তম মিনিটে গোল আদায় করে নেয় ইংল্যান্ড। লুক শ’র বাড়িয়ে ক্রসে পা লাগিয়ে জার্মানির জালে বল জড়িয়ে দেন রাহিম স্টার্লিং। টুর্নামেন্টে এটা স্টার্লিংয়ের তৃতীয় গোল।
এরপর ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। জ্যাক গ্রিলিশের বাড়িয়ে দেয়া ক্রস অসাধারণ দক্ষতায় হেড করেন কেইন। সেটিই ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জার্মানির জালে।
খেলার শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নদের।
ডেস্ক/ইবিটাইমস/এমএন