চরফ্যাসন, ভোলাঃ দেশে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছেরচরফ্যাসনে।
বুধবার ( ৩০ জুন) সকালে চরফ্যাসন প্রেসক্লাবে ফ্রেন্ডস ফোরামের আয়োজনে কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
পরে শোভাযাত্রাটি চরফ্যাসন ক্লাব চত্বর থেকে বের হয় শহর প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব এসে শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকাটি খুবই জনপ্রিয়। পত্রিকাটি ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে। এই পত্রিকাটি মানুষের কথা বলে, দেশের কথা বলে। যায়যায়দিন পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে বস্তুনিষ্ঠ সংবাদের চাহিদার একথা বলেন বক্তারা।
জামাল মোল্লা/ইবিটাইমস/আরএন