কাউখালীতে উপবৃত্তির টাকা আত্নসাত, নগদ এজেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের কাউখালী  উপজেলার দক্ষিণ বাজারের এ আর কম্পিউটার নামক টেলিকম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর  সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার  (৩০ জুন)  ভুক্তভোগী মুক্তা শীল এ আর কম্পিউটারের স্বত্তাধিকারী মোঃ জালিজ মাহামুদের  বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের  কাছে একটি অভিযোগ  দায়ের করেন।
অভিযোগকারী  ভুক্তভোগী মুক্তা শীল  জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সরকার নগদ একাউন্টের মাধ্যমে টাকা প্রদান করেছে। সে হিসাবে আমার মেয়ে অধরা শীল আসপদ্দি উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হিসেবে উপবৃত্তির টাকা পায়। আমার
মেয়ের সেই  উপবৃত্তির টাকা তুলতে গত মঙ্গলবার (২৯জুন) সকালে এ আর কম্পিউটারে আমার  দেবর পরী শীল ওই  মোবাইল নিয়ে যায় । তখন এ আর কম্পিউটারের মালিক জালিজ মাহামুদ  ওই  মোবাইলে থাকা ৩হাজার এক শত টাকা তুলে নিয়ে   আমার   দেবরকে সে এক হাজার টাকা দেন। রাতে সেই টাকা নিয়ে দেবর আমার কাছে দেন।

পরে বুধবার (৩০ জুন) সকালে প্রতিবেশী একই স্কু্লের শিক্ষার্থীর মায়ের কাছে তার মেয়ের উপবৃত্তির কত টাকা পেয়েছেন জানতে চাইলে সে বলে ১৯ শত টাকা পেয়েছেন।এ কথা শুনে আমি সকালে বাজারের এ আর কম্পিউটারে এসে টাকার কথা চানতে চাইলে তখন দোকানদার আমাকে ৯ শত টাকা দিয়ে বলেন, মোবাইলে এছাড়া আর কোন টাকা ছিলনা।

এরপর আমি সেখান থেকে অন্য একটি দোকানে গিয়ে মোবাইল থেকে কত টাকা উত্তোলন করা হয়েছে জানতে চাইলে, সে একাউন্ট চেক করে বলেন, গত কাল মঙ্গবার (২৯ জুন) সকালে ৩১ শত টাকা উঠানো হয়েছে। বিষয়টি আমি একজন শিক্ষককে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে বললে তিনি এ আর কম্পিউটারে এসে জালিজ মাহামুদের কাছে টাকার বিষয়টি জানতে চান।এসময় দোকানদার  আমাকে ইউএনও স্যারের  উপস্হিতিতে  আরো ১২ শত টাকা দেন।

পরে  উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা, তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করে এ আর কম্পিউটারের স্বত্তাধিকারী মোঃ জালিজ মাহামুদকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এইচ এম লাহেল মাহমুদ

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »