স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে ১৬ টি দল অংশ গ্রহণ করেছিল। এই রাউন্ডে জয়ী ৮টি দল এখন কোয়ার্টার ফাইনাল খেলবে। বিজয়ী দল সমূহ হল যথাক্রমে ইতালি, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড,চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক,ইংল্যান্ড ও ইউক্রেন।
আগামী শুক্রবার ২ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে মধ্য ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬ টায় সুইজারল্যান্ড ও স্পেন।
আর ২ জুলাই শুক্রবার রাত ৯ টায় জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় খেলবে বেলজিয়াম ও ইতালি।
শনিবার ৩ জুলাই আজারবাইজানের রাজধানী বাকুতে সন্ধ্যা ৬ টায় খেলবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। আর শনিবার রাত ৯ টায় ইতালির রাজধানী রোমের খেলবে ইংল্যান্ড ও ইউক্রেন।
EURO 2020 কোয়ার্টার ফাইনাল:
২ জুলাই শুক্রবার ২০২১
* স্পেন-সুইজারল্যান্ড (সেন্ট পিটার্সবার্গ,সন্ধ্যা ৬ টা)
* ইতালি-বেলজিয়াম (মিউনিখ,রাত ৯ টা)
৩ জুলাই শনিবার ২০২১
* চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক (বাকু,সন্ধ্যা ৬ টা)
* ইংল্যান্ড-ইউক্রেন (রোম,রাত ৯ টা)
কবির আহমেদ/ ইবিটাইমস