আমলানির্ভর সরকার দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়: সিপিবি

ঢাকা: দ্রুত সবার জন্য করোনা ভ্যাকসিন, লকডাউনে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে সিপিবি। দলটির অভিযোগ, আমলানির্ভর সরকার দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়।

বুধবার (৩০ জুন) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পুরানা পল্টন মোড়ে সমাবেশে সিপিবির নেতারা এ দাবি করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স। সমাবেশ পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন।

এদিকে, লকডাউনকে শ্রমজীবী মানুষের ‘জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিদ্রোহী অংশ। বুধবার (৩০ জুন) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

তারা বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সরবরাহ নিশ্চিত না করে লকডাউনের ঘোষণা শ্রমিক স্বার্থবিরোধী। বলেন, এই শ্রমিকদের রক্ত পানি করা শ্রমেই পুরো দেশের অর্থনীতি টিকে থাকে; মন্ত্রী, এমপি, আমলাদের বেতন হয়।

এসময় বক্তারা লকডাউনে শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের জন্য রেশন চালু করা, ঈদের আগে সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা, সর্বস্তরের জনগণের জন্য করোনার টিকা নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »