চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনের জরিমানা

চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ১৯ জনকে ৩ হাজার ৬শ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 সোমবার (২৮জুন) বিকালে পৌরশহরের সদর রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

 সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

 এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ১৬টি মামলায় ১৯জনকে ৩ হাজার ৬শ৫০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

জামাল মোল্লা/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »