গ্রীস থেকে বিশেষ প্রতিনিধিঃ গ্রীসের রাজধানী এথেন্সে থেকে ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত মানোলাদার । স্থানটি কৃষি খামারের জন্য বিখ্যাত । সেখানে বসবাস করেন প্রায় সাড়ে সাত হাজারের মতো প্রবাসী বাংলাদেশী। দীর্ঘদিন থেকে স্ট্রবেরি খামারে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও মানোলাদার কৃষি খামারে কর্মরত রয়েছেন।
গত ২৭ জুন স্থানীয় সময় বিকেল ৪ ঘটিকার দিকে সুনামগঞ্জের শিশু মিয়ার আওতাধীন ফারাংগায় বর্তমানে কৃষি খামারের উৎপাদন বন্ধ থাকায় লোকজন কমে ৩০০ জন প্রবাসী বাংলাদেশীর বসতি ছিল। সেখানে নিজেদের ব্যবহারের সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ বসবাসের সবকিছু আগুনে পুড়ে যায়।
স্থানীয়দের মতে বিকেলের দিকে রাতের খাবারের রান্না হচ্ছিল এমন সময় রান্নার আগুন থেকে উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সূত্র বলছে।
২৮ জুন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমেদ, দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ পাল ও কল্যাণ সহকারী এনানুল হক সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূত কে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসময় প্রবাসীরা তাদের দুঃখ দুর্দশার কথা মনোযোগ সহকারে রাষ্ট্রদূত শুনেন এবং আশ্বস্ত করেন প্রয়োজনীয় সকল সহায়তা দূতাবাসের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় মেয়র মিস্টার লিজাজ ইয়ানির সাথে সিটি কর্পোরেশনের কার্যালয়ে সাক্ষাৎ করেন দীর্ঘ বৈঠক শেষে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দূতাবাসের শ্রম কাউন্সিলর বিশ্বজিৎ পাল সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
এ সময় দূতাবাসের পক্ষ থেকে স্থায়ী আবাসন ও কৃষি শ্রমিকের স্থায়ীকরণ বিষয়ে দৃষ্টিপাত করলে মেয়র আশ্বস্ত করে বলেন যে, গ্রিক সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দূতাবাসকে অবগত করেন।
এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াবেন এবং মানোলাদার মেয়রের সাথে আলোচনা করে প্রবাসী বাংলাদেশীদের দুঃখ-দুর্দশা তুলে ধরবেন তা ভাবতে প্রবাসীদের নিকট অন্যরকম ভাললাগা কাজ করছে বলে তারা জানান।
জহিরুল ইসলাম /ইবিটাইমস/ এম আর