মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের উদ্বেগের কারণে অস্ট্রিয়া যুক্তরাজ্য থেকে আগতদের উপর ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়িয়েছে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়া সফর করতে ইচ্ছুক বেশিরভাগ দেশের লোকদের পক্ষে এখন সহজতর হলেও বৃটেন (যুক্তরাজ্য) থেকে আগতদের নিষেধাজ্ঞা আগস্টের শেষ অবধি বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞাটি মূলত পর্যটন ভ্রমণে প্রযোজ্য, অস্ট্রিয়ান নাগরিক এবং বাসিন্দাদের সাথে – অন্যান্য ইউরোপীয় দেশের নাগরিক এবং বাসিন্দাদের – যুক্তরাজ্য থেকে অস্ট্রিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে যাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তাদের নেতিবাচক পরীক্ষার প্রমাণ সরবরাহ করতে হবে এবং দশ দিনের জন্য কোয়ারেন্টাইন প্রয়োজন হবে, যদিও আপনি পঞ্চম দিনের পরে নেতিবাচক পিসিআর(PCR) পরীক্ষার পরে কোয়ারেন্টাইন ছেড়ে যেতে পারেন।
অস্ট্রিয়া গত ২১ জুন থেকে বৃটেন থেকে আগত বিমানের অবতরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তবে অপ্রয়োজনীয় ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।
যুক্তরাজ্য ছাড়াও, এই নিষেধাজ্ঞা ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ‘ভাইরাসের বৈকল্পিক’ ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছেন এপিএ।
১ জুলাই থেকে অস্ট্রিয়ায় করোনার বিধিনিষেধে অনেক পরিবর্তন আসছে। ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) করোনার গ্রীন পাস প্রবর্তন হতে যাচ্ছে। ফলে তখন অস্ট্রিয়াতেও প্রবেশের বিধিনিষেধে ব্যাপক পরিবর্তন আসবে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে “স্বল্প-ঝুঁকিপূর্ণ” দেশগুলি থেকে প্রবেশকারী ব্যক্তিরা কেবলমাত্র গত দশ দিনের মধ্যে সেখানে অবস্থান করেছেন এবং টিকা, পুনরুদ্ধার বা কোভিড -১৯ থেকে নেতিবাচক পরীক্ষার প্রমাণ দেখাতে সক্ষম হলে কোয়ারেন্টাইন লাগবে না। তারপরও যদি এই প্রমাণটি পাওয়া না যায় তবে আগমনের ২৪ ঘন্টাের মধ্যে একটি কোভিড পরীক্ষা করাতে হবে।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয় আজ নিম্ন-ঝুঁকিপূর্ণ দেশ সমূহের একটি তালিকা গণ মাধ্যমে প্রকাশ করেছে।
নিম্ন-ঝুঁকিপূর্ণ দেশ সমূহ হল,আলবেনিয়া, আন্ডোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রীস, হংকং, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইস্রায়েল, ইতালি, জাপান, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লিচটেনস্টাইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, ম্যাকাও, মাল্টা, মোনাকো, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সান মেরিনো, সৌদি আরব, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন , সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভ্যাটিকান, ভিয়েতনাম এবং সাইপ্রাস।
বাংলাদেশ বর্তমানে অস্ট্রিয়ার বিপদজনক তালিকায় পুনরায় স্থান পেয়েছে। তবে যারা ছুটিতে বাংলাদেশে বেড়াতে গিয়েছেন, তারা আসতে পারবেন তবে অবশ্যই করোনার পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে।
কবির আহমেদ /ইবিটাইমস