ইউরো কাপ ফুটবল ২০২০

আজ থেকে ইউরো কাপের নকআউট রাউন্ড শুরু

স্পোর্টস ডেস্কঃ ইউরো ২০২০ এর গ্রুপ পর্বের খেলা শেষে দুইদিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে শেষ ১৬ দলের মধ্যে প্রি-কোয়ার্টার ফাইনাল বা নকআউট রাউন্ড।

আজ বিকাল ৬ টায় নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রথম খেলায় অংশগ্রহণ করবে ওয়েলস ও ডেনমার্ক।

আর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ৯ টায় প্রতিদ্বন্ধিতা করবে অস্ট্রিয়া ও ইতালি।

Saturday 26 June

1: Wales vs Denmark (18:00, Amsterdam)

2: Italy vs Austria (21:00, London)

কবির আহমেদ/ ইবিটাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »