আজ থেকে ইউরো কাপের নকআউট রাউন্ড শুরু
স্পোর্টস ডেস্কঃ ইউরো ২০২০ এর গ্রুপ পর্বের খেলা শেষে দুইদিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে শেষ ১৬ দলের মধ্যে প্রি-কোয়ার্টার ফাইনাল বা নকআউট রাউন্ড।
আজ বিকাল ৬ টায় নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রথম খেলায় অংশগ্রহণ করবে ওয়েলস ও ডেনমার্ক।
আর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ৯ টায় প্রতিদ্বন্ধিতা করবে অস্ট্রিয়া ও ইতালি।
Saturday 26 June
1: Wales vs Denmark (18:00, Amsterdam)
2: Italy vs Austria (21:00, London)
কবির আহমেদ/ ইবিটাইমস