কলকাতা প্রতিনিধি: করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন পশ্চিম বাংলার সংসদ সদস্য ও নায়িকা মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে ট্রল।
পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২২ জুন) কসবার নিউমার্কেট এলাকার একটি ক্যাম্প থেকে কোভিডের টিকা নেন মিমি। বিশেষভাবে সক্ষম শিশু ও সমকামীদের এ ক্যাম্পে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে।
আমন্ত্রণপত্রের মাধ্যমে সে কথা জানতে পেরে সেখানে হাজির থেকে সবাইকে উৎসাহিত করতে নিজেও ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরে গোটা বিষয় নিয়ে খটকা লাগে তার।
তিনি বিষয়টি খতিয়ে দেখতে মনোযোগী হন। তখনই বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায়, সেখানে চলছিল ভুয়া ভ্যাকসিন দেয়ার কার্যক্রম। ওই কেন্দ্রটিও অনুমোদনহীন।
পুলিশ জানিয়েছে, মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএন