জোড়া গোল রোনাল্ডোর, পর্তুগালের অধিনায়ক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩ খেলায় ৫ গোল
স্পোর্টস ডেস্কঃ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন ইউরো কাপের ‘এফ’ গ্রুপের শেষ খেলায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল ২-২ গোলে ড্র করেছে।
আজকের খেলার উল্লেখযোগ্য ঘটনা হল,পেনাল্টি থেকে জোড়া গোল করে ইউরো কাপ ও আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো কাপে তাঁর হয়ে গেল ১৩টি গোল এবং আন্তর্জাতিক ফুটবলের গোলসংখ্যা ১০৯। ইরানের আলি দাইয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রোনালদো। আর একটি গোল করলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। তাঁর নজির গড়ার দিনে ফ্রান্সের সঙ্গে ২-২ ড্র করে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। গ্রুপ এফ-এর শীর্ষে থাকল ফ্রান্স। হাঙ্গেরির সঙ্গে ২-২ ড্র করে দ্বিতীয় স্থানে জার্মানি। পর্তুগাল গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিল।
এই দুই জায়ান্টের খেলার শুরু থেকেই উত্তেজনা ও প্রবল প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর ছিল। খেলায় প্রথম গোল আসে ৩০ মিনিটে। ফ্রি-কিক থেকে বক্সে উড়ে আসা বলে হেড করতে যান পর্তুগালের মিডফিল্ডার ড্যানিলো। ফ্রান্সের গোলকিপার হুগো লরিস বলটি সেভ করতে যান। কিন্তু তাঁর পাঞ্চ লাগে ড্যানিলোর মুখে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেননি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো ১-০। তারপর খেলার প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স।
পর্তুগালের ডী বক্সের মধ্যে কিলিয়ান এমবাপেকে ধাক্কা মেরে ফেলে দেন পর্তুগালের ডিফেন্ডার সেমেদো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন। সেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা (১-১)।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পুনরায় গোল পান ফ্রান্সের বেনজেমার। খেলার ৪৭ মিনিটের মাথাতে পল পোগবার থ্রু থেকে দুরন্ত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার বেনজেমার (২-১)। গোল খাওয়ার পর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তারপর খেলার ৫৮ মিনিটের সময় পুনরায় পেনাল্টি পায় পর্তুগাল। এই সময় ফ্রান্সের ডি বক্সের ভিতর হাতে বল লাগে রক্ষণভাগের খেলোয়াড় কুন্দের হাতে। পেনাল্টি থেকে গোল করে রোনালদো পুনরায় খেলা সমতা ফিরিয়ে আনেন (২-২)।
অন্যদিকে একই গ্রুপের অপর খেলায় জার্মানি ২-২ গোলে ড্র করেছে হাঙ্গেরির সাথে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায়। হাঙ্গেরি এই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন ও জায়ান্ট জার্মানির বিরুদ্ধে অত্যন্ত ভাল পারফরম্যান্স দেখালেও, জয় না পাওয়ায় গ্রুপে চতুর্থ স্থানে থাকল ফেরেঙ্ক পুসকাসের দেশ।
হাঙ্গেরি তাদের প্রথম খেলায় শেষ দশ মিনিটে পর্তুগালের সাথে ৩-০ গোলে পরাজয়,দ্বিতীয় খেলায় ফ্রান্সের সাথে ১-১ গোলে ড্র এবং শেষ খেলায় গতকাল জার্মানির সাথে ২-২ গোলে ড্র করে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থান পায়।
জার্মানির বিরুদ্ধে গতকাল প্রথম থেকেই অসাধারণ লড়াই করে খেলেছে হাঙ্গেরি। খেলার ১১ মিনিটেই দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন হাঙ্গেরির অধিনায়ক অ্যাডাম জ়ালাই(১-০)। প্রথমার্ধের শেষে এই এক গোলেই এগিয়েছিল হাঙ্গেরি।
দ্বিতীয়ার্ধের খেলার ৬৬ মিনিটে গোল শোধ করেন কাই হ্যাভার্ৎজ(১-১)। তবে কিছুক্ষণের মধ্যেই আবার এগিয়ে যায় হাঙ্গেরি। ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন আন্দ্রাস শাফার(২-১)। সেই সময় মনে হচ্ছিল, জার্মানিকে ছিটকে দিয়ে হয়তো নক-আউটে পৌঁছে যাবে হাঙ্গেরি। কিন্তু ৮৪ মিনিটে ফের খেলায় সমতা ফেরান লিওন গোরেৎজকা(২-২)।
এই ‘এফ’ গ্রুপে ফ্রান্স ৫ পয়েন্ট নিয়ে ফ্রান্স প্রথম এবং ৪ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে জার্মানি দ্বিতীয় ও পর্তুগাল তৃতীয় স্থান লাভ করে। পর্তুগাল শ্রেষ্ঠ তৃতীয় স্থান লাভ করায় পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
কবির আহমেদ/ ইবিটাইমস