ইউরোর শেষ ষোলোর সময়সূচি

স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ এর গ্রুপ পর্বের ম্যাচ। আগামী ২৬ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় পর্বের খেলা। শেষ ষোলোতে ছয়টি গ্রুপ থেকে উঠেছে ১৬টি দল। নকআউট পর্বে কে কার বিরুদ্ধে লড়বে সেটিও নিশ্চিত হয়েছে।

এক নজরে শেষ ষোলোর সূচি-

২৬.০৬.২০২১: ওয়েলস বনাম ডেনমার্ক (আমস্টারডাম, রাত ১০টা)

২৭.০৬.২০২১: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, রাত ১০টা)

২৭.০৬.২০২১: ইতালি বনাম অস্ট্রিয়া (লন্ডন, রাত ১টা)

২৮.০৬.২০২১: ক্রোয়েশিয়া বনাম স্পেন (কোপেনহেগেন, রাত ১০টা)

২৮.০৬.২০২১: বেলজিয়াম বনাম পর্তুগাল (সেভিয়া, রাত ১টা)

২৯.০৬.২০২১: ইংল্যান্ড বনাম জার্মানি (লন্ডন, রাত ১০টা)

২৯.০৬.২০২১: ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (বুখারেস্ট, রাত ১টা)

৩০.০৬.২০২১: সুইডেন বনাম ইউক্রেন (গ্লাসগো, রাত ১টা)

ডেস্ক/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »