হাঙ্গেরি খুব শীঘ্রই অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডে করোনার টিকা দিতে চায়
হাঙ্গেরি নিজেই রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক উৎপাদন করছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন হাঙ্গেরি ভবিষ্যতে করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা তার প্রতিবেশী অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ড রাজ্যেও দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়,অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরির সরকার আজ বুধবার ২৩ জুন রাজধানী বুদাপেস্টে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা জানান। তারা জানান যে, সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মনোনীত টিকা কেন্দ্রগুলিতে…