পটুয়াখালী প্রতিনিধিঃ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশ পাশের সাত জেলায় লকডাউন দেয়ায় পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের নদী বন্দর থেকে ঢাকা গামী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে এসব নৌ রুটে চলাচল কারী কয়েক হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।
পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। ঢাকার আশ পাশের জেলা গুলোতে গতকাল(রবিবার) লকডাউন ঘোষণা করার পর বিভিন্ন গণমাধ্যমে ঢাকা থেকে লঞ্চ চলাচলের কথা বলা হয়েছে এবং সেখানে লকডাউন কৃত জেলা থেকে যাত্রী পরিবহন করা যাবেনা এমন তথ্য জানানো হয়। সে কারনে সোমবার অনেক যাত্রীরা ঢাকায় যেতে পটুয়াখালী জেলার বিভিন্ন লঞ্চ ঘাট গুলোতে ভিড় করেন। লঞ্চ ঘাটে এসে তারা জানতে পারেন আগামী ৩০ জুন পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে গতকাল (রবিবার) ২১ জুন পটুয়াখালী জেলার ১৯ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব এলাকার অনেক ভোটাররা ঢাকা থেকে নিজ নিজ এলাকায় ভোট দিতে আসে। তবে হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ করায় তারা সব থেকে বেশি বিপদে পরেছেন।
বগা ইউনিয়নের আলতাফ হোসেন জানান,সে ঢাকার উত্তরায় একটি পোশাক কারখানায় কাজ করেন, ভোট উপলক্ষে রবিবার এবং সোমবার দুই দিনের ছুটি নিয় বাড়ি এসেছিলেন। মঙ্গলবার তার কাজে যোগদান করার কথা। লঞ্চ চলাচল বন্ধ থাকায় তার ঢাকায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে বাস কাউন্টারেও যোগাযোগ করে তিনি টিকিট সংগ্রহ করতে পারেনি।
অপরদিকে লঞ্চ চলাচল বন্ধ করার খবরে বাস কাউন্টার গুলোতে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ করেছেন অনেকে। তবে শেষ বিকেলে বাড়তি দামেও টিকিট পাওয়া যায়নি।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
পটুয়াখালী নদী বন্দর সহ, গলাচিপা,রাঙ্গাবালী, দশমিনা, বাউফল ও কলাপাড়া উপজেলা থেকে প্রতিদিন অন্তত ১০ টি ডাবল ডেকার যাত্রীবাহি লঞ্চ ঢাকা রুটে চলাচল করে।
আব্দুস সালাম আরিফ /ইবিটাইমস