নিউজিল্যান্ডকে লিড বড় করতে দিল না ভারত

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সব উত্তেজনা মনে হচ্ছিল বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। খেলা মাঠে গড়ায়নি দুইদিন। তারপরও ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল লড়াইটি বেশ জমে উঠছে।

সাউদাম্পটনে দুই দলই প্রথম ইনিংসে অল্প রানে অল আউট হওয়া জমে উঠেছে এই টেস্ট ফাইনাল। প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২৪৯-এ থেমেছে কেন উইলিয়ামসনের দল। কিউইরা লিড পেয়েছে ৩২ রানের।

তবে ৩২ রানের লিড বড় না হলেও বাড়তি একদিন রিজার্ভ ডে থাকায় এই ম্যাচে ফল আসতেও পারে। তবে সেটা পুরোটাই নির্ভর করছে দু’দলের খেরঅর ওপর।

এর আগে বৃষ্টির কারণে টেস্টের প্রথম আর চতুর্থ দিন এক বলও মাঠে গড়ায়নি। সবমিলিয়ে প্রথম চার দিনে খেলা হয়েছে ১৪১ ওভারের মতো।

পঞ্চম দিনের সকালে ফের বাগড়া দিয়ে বসে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক দেরিতে খেলা শুরু হয়। নিউজিল্যান্ড শুরু করে ২ উইকেটে ১০১ রান নিয়ে। কিন্তু মোহাম্মদ শামির দাপটে দ্রুতই শেষ হয়ে কিউই ইনিংস। ৭৬ রান খরচ করে নিয়েছেন ৪টি উইকেট পেয়েছেন শামি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »