ডেস্ক রিপোর্টঃ দরিদ্র দেশগুলোর হাতে থাকা কোভিড-১৯ টিকার মজুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এশিয়া ও আফ্রিকার বেশকিছু দেশ এরই মধ্যে তাদের টিকা ফুরিয়ে যাওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে।
ডব্লিউএইচওসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিলে গঠিত টিকা তহবিল ‘কোভ্যাক্স’ থেকে এ পর্যন্ত ১৩১টি দেশে নয় কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ব্রুস আয়লওয়ার্ড এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে হারে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে এই সংখ্যা পর্যাপ্তের ধারে-কাছেও না।
গত বছর কোভ্যাক্স তহবিল গঠন করা হয়। ধনী দেশগুলোর কাছ থেকে অনুদানমূল্যে টিকা কিনে দরিদ্র দেশগুলোতে বণ্টনের জন্য এই টিকা তহবিল করা হয়। এ বছরের মধ্যে ২০০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত মাত্র নয় কোটি ডোজ বিতরণ করা সম্ভব হয়েছে।
এদিকে, ধনী দেশগুলোর জোট এ বছরের মধ্যে ১০০ কোটি ডোজ টিকা উন্নয়নশীল দেশগুলোর জন্য দেবে। জি৭ জোটের সমামেলনে এ সিদ্ধান্ত নেয়া হয় সদস্য হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।
ডেস্ক/ইবিটাইমস/এমএন