অস্ট্রিয়ায় সবচে কম শনাক্ত মঙ্গলবার

অস্ট্রিয়ায় করোনার টিকাদানের সাফল্য শুরু লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আজ তাদের দৈনিক নিয়মিত করোনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গত বৎসর আগস্ট মাসের পর এই প্রথম করোনার দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশী হ্রাস পেয়েছে।

আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার টিকাদান কার্যক্রম খুবই দ্রুত সম্পন্ন হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রণালয় দেশের জনগণের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে সবাইকে করোনার টিকা গ্রহণের অনুরোধ করেছেন। বর্তমানে এক পরিসংখ্যানে বলা হয়েছে অস্ট্রিয়ার জনসংখ্যার প্রায় শতকরা ৫০% মানুষ অন্তত একজন করোনার টিকা পেয়েছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায়  সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১৮ জন, NÖ রাজ্যে ১৭ জন, Vorarlberg রাজ্যে ৯ জন, Tirol রাজ্যে ৮ জন, Burgenland রাজ্যে ৩ জন, Salzburg রাজ্যে ১ জন, Steiermark রাজ্যে -৪ জন (ডাটা ক্লিনিং) এবং Kärnten রাজ্যে -১০ (ডাটা ক্লিলিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়া করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৬,০৯৯ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৯,১০,৫৩৯ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৭২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৮৪ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩৬,৫২৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৫২১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৭৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »