![অস্ট্রিয়ায় সবচে কম শনাক্ত মঙ্গলবার](https://www.eurobanglatimes.com/wp-content/uploads/2021/06/86539cd7-41c6-470d-b034-4563593c4d4e.jpg)
অস্ট্রিয়ায় সবচে কম শনাক্ত মঙ্গলবার
অস্ট্রিয়ায় করোনার টিকাদানের সাফল্য শুরু লক্ষ্য পরিলক্ষিত হচ্ছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আজ তাদের দৈনিক নিয়মিত করোনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গত বৎসর আগস্ট মাসের পর এই প্রথম করোনার দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশী হ্রাস পেয়েছে। আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার টিকাদান কার্যক্রম খুবই দ্রুত সম্পন্ন হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রণালয় দেশের জনগণের…