ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর:পিরোজপুরের মঠাবড়িয়ায় নৌকা মার্কার কর্মীদের হামলায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম জমাদ্দার সহ তার ৬ কর্মী গুরুতর আহত হয়েছে। হামলায় আহত সেলিম জমাদ্দার সহ আহতদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১জুন) উপজেলার ৯নং সাপেলেজা ইউনিয়নের উত্তর নলি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতদের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের সেলিম জমাদ্দার ওই দিন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় উত্তর নলি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে থাকা তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কর্মীরা তাকে তাকে সহ তার কর্মী সোহেল (৩০), এমাদুল (৪০), রফিকুল (৪২), সোবাহান (৫৫), মিরাজ (৪০), কালাম (৫০), সাজাহান গাজী (৫৫)কে পিটিয়ে আহত করে।
হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের ভাই রিপন জমাদ্দার জানান, তার ভাই (প্রার্থী) কেন্দ্রের কাছে পৌঁছলে সেখানে থাকা নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়া ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের (স্বতন্ত্র প্রার্থী) কর্মীদের উপর হামলা চালিয়ে প্রার্থী সহ ৭ জনকে আহত করে।
তবে স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের মুঠো ফোন বন্ধ থাকায় তার কোন সাক্ষাৎ নেয়া সম্ভব হয় নি। নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়ার সাথে মুঠো ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কেন্দ্রের বাহিরে টুকিটাকি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস