ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি চোখে পড়ার মতো।
এই নির্বাচনে নৌকা প্রতীকে ১৭৯৭৪ ভোট পেয়ে আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার বেসরকারিভাবে পুনরায় মেয়র পদে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন রানা (নারকেল গাছ প্রতীক) পেয়েছেন ৫৯৪ ভোট । হাত পাখার মার্কায় হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট ।
যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ০১ নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ ( বিঃপ্রঃ), এসএম আল আমিন, ৪নং ওয়ার্ডে মোঃ কামার শরীফ (বিঃপ্রঃ), ৫ নং ওয়ার্ডে তরুন কর্মকার ( বিঃপ্রঃ) ৬নং ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭নং ওয়ার্ডে হুমায়ুন কবীর খান, ৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯ নং ওয়ার্ডে হুমায়ুন কবীর সাগর, নারী কাউন্সিলর ১ নং ওযার্ডে তাসলিমা বেগম, ২ নং ওয়ার্ডে মালা বেগম এবং ৩নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
রিটাংনি কর্মকতা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন এই ফলাফল ঘোষনা করেন।
বাধন রায়/ ইবি টাইমস